Benelli Imperiale 400 এর নাড়ীনক্ষত্র

Benelli Imperiale 400 এর নাড়ীনক্ষত্রঃ ২০১৯ সালে ভারতে লঞ্চ হবে Benelli Imperiale। হায়দ্রাবাদে কোম্পানির নতুন কারখানায় এই বাইক জোড়া লাগানোর কাজ হবে। একাধিক ইঞ্জিন ভেরিয়েন্টে ভারতে Imperiale বাইক লঞ্চ করবে Benelli। ২০১৭ সালের মিলান অটো শো তে প্রথম এই বাইক দেখা গিয়েছিল। লঞ্চের পরে Royal Enfield ক্লাসিক সিরিজকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে Benelli Imperiale
সম্প্রতি এক আলাপচারিতায় Benelli-র মার্কেটিং প্রধান দান্তে বুস্টস বলেন, “আগামী বছরে এই বাই প্রস্তুত হয়ে যাবে। এই বিভাগের বাজার খুবই বড়, কিন্তু আমরা আমাদের প্রতিযোগীদের দুর্বলতা খুব ভালো করে জানি। এই কারনেই আমরা এখনো এই বাইক বাজারে নিয়ে আসিনি। একাধিম ইঞ্জিন ভেরিয়েন্টে লঞ্চ হবে নতুন Benelli Imperiale।”
প্রথম Benelli Imperiale বাইকে একটি ৩৭৩.৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ওভারহেড ক্যাম, ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন ব্যবহার হবে। এই ইঞ্জিনে ১৯ bhp শক্তি আর ২৮ Nm টর্ক পাওয়া যাবে। এর সাথেই এই ইঞ্জিনে একটি ৫ স্পিড গিয়ারবক্স থাকবে। ডবদ ক্র্যাডল চ্যাসিসে এই ইঞ্জিন রাখা থাকবে। এর সাথেই গাড়ির সামনে থাকবে টেলিস্কোপিক ফর্ক আর পিছনে থাকবে ডুয়াল শক। Benelli Imperiale এর দুই চাকাতেই ডিস্ক ব্রেক আর ABS ব্যবহার হবে। ২০০ কেজি ওজনের এই বাইকে ১২ লিটার পেট্রল ট্যাঙ্ক থাকবে।
আপাতত ভারতে গবেষণা কেন্দ্র তৈরীর কাজে ব্যস্ত Benelli। এর সাথেই ভারতে একটি বাই তৈরী কারখানা শুরু করছে কোম্পানি। আপাতত চিন ও ইতালিতে Benelli-র গবেষণা কেন্দ্র রয়েছে। ১৯১১ সালে যাত্রা শুরু হয়েছিল ইতালির এই গাড়ি প্রস্তুতকারী সংস্থার। এবার ভারতের বাজারে বড় পরিকল্পনা নিয়ে নামতে চলেছে Benelli।



