পরীক্ষা করুন মোটরসাইকেলের গ্যাস নির্গমনের পরিমাণ

মোটরসাইকেলে ছোটখাটো তদন্ত চালিয়ে ফেলুন। পেট্রোল ইঞ্জিন টু-হুইলারের জন্য দুটো বিষয় নিয়মিত পর্যবেক্ষণ জরুরি বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এর সম্পর্ক জানুন এবং করণীয়টাও বুঝে নিন।
নির্দিষ্ট সময় পর পর মোটরসাইকেলের দুটো বিষয় সার্ভিসিং না করিয়ে নিলে এক্সস্ট গ্যাস নির্গমন সর্বাধিক মাত্রাকে ছাড়িয়ে দেবে। দুটো গ্যাস নির্গমনের মাত্রা পরীক্ষা করতে হবে।
১) কার্বন মনোক্সাইড যা সর্বোচ্চ ৩.৫০ শতাংশ পর্যন্ত নির্গত হতে পারে।
২) হাইড্রোকার্বন যা সর্বোচ্চ ৪৫০০ পিপিএম পরিমাণ নির্গত হতে পারে।
গ্যাস নির্গমনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এখানে কিছু টিপস দেওয়া হলোঃ
১) স্পার্ক প্লাস পরিষ্কার রাখতে হবে এবং ইলেকট্রোডসের সঙ্গে যথাযথ দূরত্ব বজায় রাখতে হবে।
২) এয়ার ফিল্টার পরিষ্কার রাখতে হবে।
৩) যে কম্পানির মোটরসাইকেল কিনেছেন সেখান থেকে কার্বুরেটর টিউন করে নিতে হবে।
৪) ইঞ্জিনের তেল অতিরিক্ত ঢালবেন না। তেল পরিবর্তনের জন্য নির্দেশনা মেনে চলুন।
৫) ভেজাল তেল অবশ্য বর্জনীয়।
৬) প্রতি তিন মাস অন্তর গ্যাস নির্গমনের পরিমাণ পরীক্ষা করিয়ে নিতে হবে।
সূত্র: হিরো মোটর কর্পোরেশন



