ব্যস্ত রাস্তায় বাইক চালানোর প্রয়োজনিও কিছু টিপস

* যখন আপনি বাইক চালাবেন তখন অন্য গাড়ির চালকদের উপর খেয়াল রাখুন । কারণ ডানে বা বামে মোড় নেয়ার সময় চালককে অবশ্যই আয়নায় তাকাতে হবে এবং ডানে বা বামে তাদের বাতি জ্বালাতে হবে । তাহলে আপনি বুঝতে পারবেন সে কোন দিকে যাবে ।
* প্রত্যেক বাইকেই আয়না থাকে এবং আয়নাগুলো চালকের জীবনের রক্ষক হিসেবে কাজ করে । কিন্তু এগুলো সবসময় সঠিক নির্দেশনা দেয় না । যখন আপনি ব্যস্ত রাস্তায় বাইক চালাবেন তখন আয়নাটিকে ঘাড়ের সাপেক্ষে এমনভাবে স্থাপন করবেন যেন পিছনে দেখতে কোন সমস্যা না হয় । আপনার এটা নিয়মিত করা উচিত কারণ এটা যদি যথাযথভাবে স্থাপন করা না হয় তাহলে একটি জীবন রক্ষাকারী সরঞ্জাম হয়েও এটি আপনাকে দুর্ঘটনায় ফেলতে পারে ।
* ট্রাফিক পুলিশ থামার নির্দেশ দিলে কখনো তাড়াহুড়া করবেন না । কারণ অধিকাংশ মানুষ শেষ মুহূর্তে তাড়াহুড়া করে কারণ তারা তাদের সময় যানজটে কাটাতে চায় না । কিন্তু ঐ লোকেরা নিজেদেরকে মৃত্যুর খুব কাছে নিয়ে যায় । শুধু একটি নিয়মই মনে রাখুন কখনো নিজেকে দুটি গাড়ির মাঝে রাখবেন না ।
* যখন আপনি ব্যস্ত রাস্তায় চালাবেন তখন বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির সাথে আপনাকে দ্রুত মানিয়ে নিতে হবে । তাই দ্রুত তাল মিলাতে হলে আপনাকে ব্রেক লিভারের উপর আঙুল রাখতে হবে এবং ডান পায়ের আঙুল পিছনের ব্রেক প্যাডেলের উপর রাখতে হবে ।
* যখন আপনি দেখবেন যে যানবাহন হঠাৎ খুব ধীরে চলতে শুরু করেছে তখন আপনি আপনার সামনের গাড়ির ডানে বা বামে থাকতে চেষ্টা করুন । ফলে আপনার অন্যদিক দিয়ে যাওয়ার একটি পথ খোলা থাকবে। যখন থামবেন তখন আপনাকে আবার চলার জন্য প্রস্তুত হতে হবে এবং আয়নায় চোখ রাখতে হবে ।
* যখন আপনি চালাবেন আপনার প্রত্যেকটি নড়াচড়ায় খেয়াল করুন মানে আমি বোঝাচ্ছি যে আপনার চারপাশে যা ঘটছে তা ভালভাবে খেয়াল করুন। এটা আপনাকে পরিস্থিতি বুঝতে সাহায্য করবে এবং আপনি যথা সময়ে এগিয়ে যেতে পারবেন ।
* সবসময় যানজটমুক্ত রাস্তায় চলতে চেষ্টা করুন । যখন সব ধরনের যানবাহন থেমে যায় তখন তাদের মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে আপনার অবশ্যই ঐ ফাঁকা জায়গাগুলোর মধ্যদিয়ে চালানোর চেষ্টা করা উচিত । এটা আপনাকে নিরাপদ রাখবে । আপনি অবশ্যই দ্রুত চালাবেন না কারণ এটা আপনাকে দেখতে সমস্যা সৃষ্টি করবে ।
ট্রাফিক জ্যামে বাইক চালানোর টিপস-
* সামনের গাড়ী এবং ব্যাক ভিউ মিররের দিকে নজর রাখুন। ট্রাফিকের ভেতর মিরর এবং পাশের ড্রাইভারদের মুভমেন্ট লক্ষ করাটা একটা ভাল প্রাকটিস । এর ফলে আপনি কোন গাড়ি হঠাৎ মুভ করলে আগে থেকেই বুঝতে পারবেন । বেশীরভাগ ড্রাইভাররাই কোন সিগন্যাল ছাড়া ডানে বা বামে কোন দিকে মোড় নেন না । তাই , অন্যান্য যানবাহনের দিকে সবসময়ই নজর রাখুন । ট্রাফিক জ্যামের ভেতর অন্যমনস্ক হওয়া মোটেই উচিৎ না ।
* আপনার বাইকের মিরর গুলো আপনার অনেক কাজের একটা জিনিস । এটা আপনার জীবনকে রক্ষা করতে অনেক ভূমিকা রাখে । কিন্তু এটাও ঠিক যে মিরর গুলো সবসময় পুরো কাহিনী বলে না । মানে , মিররে যা দেখেন তার বাইরেও অনেক কিছু ঘটতে পারে । তাই , আপনার মিরর এর উপর সম্পূর্ণ ভরসা না করে, মিররে কোনকিছু দেখে মুভ করার আগে বা কোন ডিসিশন নেবার আগে নিজে নিশ্চিত হয়ে নিন ।
* ব্রেক এ সবসময় হাত রাখুন ট্রাফিক জ্যামের ভেতর আপনাকে অবশ্যই সবকিছু একটু দ্রুততা সাথে করতে হবে , নাহলে আপনার সময়ের অপচয় বাড়তে থাকবে । তাই এই সময় দ্রুত মুভমেন্টেরও প্রয়োজন পড়ে । কিন্তু এটাও মাথায় রাখা দরকার , দ্রুত মুভমেন্টের সাথে আপনাকে যেকোন সময় দ্রুত থামতেও হতে পারে । তাই , আপনার হাতটি সবসময়ই ব্রেকের উপর রাখুন যেন আপনার সামনের কোন গাড়ি হঠাৎ করে থামলে আপনিও সেই সাথে রেসপন্স করতে পারেন ।
* ট্রাফিক জ্যমে আপনার বাইকটি আপনি সাধারণত যে গিয়ারে রাখেন তার থেকে একটা গিয়ার কমিয়ে রাখুন । কারন, এর ফলে সামনের কোন গাড়ি মুভ করলে আপনিও সাথে সাথে খুব দ্রুত সামনের দিকে মুভ করতে পারবেন । আর , এই সময় বাইক বেশী গিয়ারে থাকলে হঠাৎ করে জোরে মুভ করতে গেলে আপনার স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে । আর এই সময় সেফটির জন্য অবশ্যই ব্রেকিং এর বিষষয়টা মাথায় রাখবেন । জোরে স্পীড আপ করার পর হঠাৎ করে আপনাকে থামতেও হতে পারে ।
* সামনের গাড়ির মুভমেন্টের ক্ষেত্রে সতর্ক হোন । যদি দেখতে পান যে আপনার সামনের কোন কার থেমে রয়েছে এবং বামে মোড় নেবার প্রস্তুতি নিচ্ছে , তাহলে প্রস্তুত হোন । এক্ষেত্রে হঠাৎ করে স্পীড আপ করে চলে যেতে চাইলে ড্রাইভার যদি আপনার দিকে কেয়ার না করে তাহলে আপনি বিপদে পড়তে পারেন । তাই , কারের চাকার দিকে , ড্রাইভারের স্টিয়ারিং এর দিকে নজর রাখুন এবং ডিসিসন নিন আপনার এই সময় এক্সেলেরেট করা উচিৎ , নাকি ব্রেক করা উচিৎ নাকি আস্তে আস্তে পাস করা উচিৎ ?
সকলে নিরাপদ গতিতে বাইক চালাবেন, ওভার স্পীড কখনই ভালো কিছু দেয় নি দিবেও না। নিরাপদ দুরুত্ত ও নিরাপদ গতিসীমা মেনে বাইক চালান- নিজে নিরাপদ থাকুন , অন্যকেও নিরাপদ রাখুন। হ্যাপি রাইডিং।
সর্বদা হেলিমেট ব্যবহার করুন।