মোটরসাইকেল খবররয়েল এনফিল্ড

Royal Enfield Classic 350 ABS নতুন রঙে পাওয়া যাবে


Royal Enfield Classic 350 ABS নতুন রঙে পাওয়া যাবেঃ সম্প্রতি ABS সহ লঞ্চ হয়েছে Royal Enfield Classic 350 Signals Edition ৩৫০ সিসি সব গাড়িতেই ABS দিচ্ছে রয়েল এনফিল্ড। এবার রয়েল এনফিল্ড ৩৫০ মডেলের গান মেটাল গ্রে কালার ভেরিয়েন্টে যোগ হল ABS। ১.৮০ লক্ষ রুপি দামে (অন রোড) পাওয়া যাবে এই বাইক। শিগ্রই গানমেটাল গ্রে ছাড়াও অন্য রঙে বাজারে আসবে এই গাড়ি।

Signals এডিশানের মতোই গানমেটাল গ্রে রঙের বাইকেও থাকছে ডুয়াল চ্যানেল ABS। সম্প্রতি রয়েল এনফিল্ড জানিয়েছিল কোম্পানির সব বাইকে শিঘ্রই যোগ হবে ABS। প্রসঙ্গত ১ এপ্রিল ২০১৯ সালের পরে ভারতে ১২৫ সিসি বা তার বড় ইঞ্জিনের সব বাইকে ABS থাকা বাধ্যতামূলক। রয়েল এনফিল্ড ৩৫০ এবিএস এ রয়েছে ২৮০ মিমি সামনের ডিস্ক ব্রেক আর ২৪০ মিমি চওড়া পিছনের ডিস্ক ব্রেক। আগের ভার্সানের থেকে নতুন ABS ভার্সানের দাম ১০,০০০ রুপি বেশি।

রয়েল এনফিল্ড ৩৫০ এবিএস এর ভিতরে থাকবে ৩৪৬ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনে ১৯.৮ bhp শক্তি আর ২৮ Nm টর্ক পাওয়া যায়। এর সাথেই থাকে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।

Classic ৩৫০ ছাড়াও ইতিমধ্যেই Classic ৫০০ আর Himalayan সিরিজে যোগ হয়েছে ABS। সামনেই লঞ্চ হবে Royal Enfield Interceptor 650 আর Continental GT 650। এই দুটি বাইকেও ABS থাকার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে রয়েল এনফিল্ড । আগামী ১৪ নভেম্বর লঞ্চ হবে ৬৫০ সিসি বাইক দুটি। ইতিমধ্যেই এই বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button